৬ নভেম্বর ২০২৫

৯৯৯-এ ফোন, গভীর সাগর থেকে ১৯ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

কক্সবাজার প্রতিনিধি »

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্টে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯-এ ফোনের সহযোগিতায় শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, গেল ২৩ এপ্রিল এফ বি ‘সজীব-১’ নামের একটি ট্রলার মাছ ধরার জন্য ভোলার মনপুরা হতে সাগরে যায়। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ২৮ এপ্রিল ট্রলারটির পক্ষ থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগীতা চাওয়া হয়। এরপর কোস্টগার্ড বঙ্গোপসাগরে জেলেদের উদ্ধারে কাজ শুরু করে।

পরে শনিবার কক্সবাজার থেকে ২২ দশমিক ৫ নটিকাল মাইল দূরে থেকে ১৯ জন জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জেলেদের চিকিৎসা ও খাবার সরবারহ করা হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ