২৪ অক্টোবর ২০২৫

৯৯৯ এ ফোন— দুর্গম পাহাড়ে পথহারা ৬ পর্যটক উদ্ধার

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণার দুর্গম পাহাড়ে আটকে পড়া ৬ পর্যটককে উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাহাড়ের ভেতর ২ ঘণ্টা অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন— ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরাপাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অনিক (১৮)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পাহাড়ের ভেতর প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে ৬ পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন