১০ নভেম্বর ২০২৫

৯ মাসে ৩৩.৪১ শতাংশ রফতানি প্রবৃদ্ধির রেকর্ড করেছে বাংলাদেশ

বাংলাধারা প্রতিবেদক»

করোনা মহামারীর মধ্যেও ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত বছরওয়ারি হিসাবে ৩৩.৪১ শতাংশ রফতানি প্রবৃদ্ধির রেকর্ড করেছে বাংলাদেশ। রফতানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে, ৩১টি পন্য রফতানি করে এসময়ে মোট রফতানি আয় হয়েছে ৩৮৬০৫.৬৭ মিলিয়ন ডলার।

ইতোপূর্বে সরকার এ মেয়াদের জন্য ৩২৫৯৮ মিলিয়ন ডলার কৌশলগত রফতানি লক্ষ্যমাত্রা স্থির করে। গেল বছর একই মেয়াদে বাংলাদেশের রফতানি আয় হয়েছিল ২৮৯৩৮.৩৫ মিলিয়ন ডলার।

চলতি ২০২১-২২ অর্থবছরের মার্চে মাসে আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৫৪.৮২ শতাংশ।
গেল বছরের একইমাসে রফতানি আয় হয় ৩০৭৬.০৩ মিলিয়ন ডলার। এই বছরের মার্চে তা হয়েছে ৪৭৬২.২২ মিলিয়ন যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৪.২২ শতাংশ বেশি।

প্রাথমিক পণ্য এবং উৎপাদিত পণ্য এই দুই ভাগে বাংলাদেশ থেকে রফতানি করা হয়েছে ৩১ ক্যাটাগরির পন্য। এর মধ্যে প্রাথমিক পন্যের চেয়ে উৎপাদিত পন্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে প্রায় তিনগুন বেশি।

প্রাথমিক পন্য হিমায়িত ও জীবন্ত মাছ এবং কৃষি পণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে ১৩৯৪.৩৬ মিলিয়ন ডলার।
অন্যদিকে রাসায়নিক পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক পণ্য, ওষুধ ও সিরামিক, রেশম, রাবার, তৈরি পোশাক, ভবন নির্মাণসামগ্রী, গ্লাস, জুতা, মানুষের চুল,জাহাজসহ অন্যান্য উৎপাদিত পণ্য রফতানি করে আয় করেছে ৩৭২১১.৩১ মিলিয়ন ডলার।

এরমধ্যে সবচেয়ে বেশি রফতানি আয় হয়েছে তৈরি পোশাক রফতানি করে। এই খাতে এই সময়ে আয় হয়েছে ৩১৪২৮.৪ মিলিয়ন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

আরও পড়ুন