বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর, ইপিজেড এবং পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।
সোমবার (২২ আগস্ট) চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর) পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুরকে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমানকে।
এদিকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে সিএমপির সিটিএসবির পুলিশ পরিদর্শক আব্দুল করিমকে।













