বাংলাধারা প্রতিবেদক »
হেলথ চেকআপ ডায়াগনস্টিক। যেটি অবস্থিত নগরীর খুলশি এলাকায়। টেস্ট না করেই তারা দিতো ভুয়া রিপোর্ট। এদিকে, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ফার্মেসিতে বিক্রি হতো মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত বিদেশী ইনজেকশন। ভোক্তা অধিকারের অভিযানে এমন সব প্রতারণার প্রমাণ মেলায় দুই প্রতিষ্ঠানের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
উপ পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, নগরের খুলশি থানা এলাকার হেলথ চেকআপ ডায়াগনস্টিক নামে একটি প্রতিষ্ঠান টেস্ট না করে ভুয়া রির্পোট প্রদান করছিল। অভিযান পরিচালনার সময় এ অপরাধের হাতে নাতে প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত বিদেশী ইনজেকশন বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. দিদার হোসেন ও মো. আনিছুর রহমান।
বাংলাধারা/আরএইচআর













