৯ নভেম্বর ২০২৫

মহিউদ্দিন চৌধুরীর স্মরণে বাংলাধারা’র বিশেষ ম্যাগাজিন ‘হৃদয়ে চট্টলবীর’ 

বাংলাধারা প্রতিবেদন »

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রামের মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা ছিলেন চট্টলার বীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ। যতদিন এ নেতা বেঁচে ছিলেন, কাজ করে গেছেন চট্টগ্রামের মানুষের উন্নয়ন ও কল্যাণে। তারই স্মরণে ৩য় বারের ন্যায় প্রকাশিত হয়েছে বিশেষ ম্যাগাজিন ‘হৃদয়ে চট্টলবীর’।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সরকার নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল ‘বাংলাধারা’র পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ ঘটে এ ম্যাগাজিনটির।

২৪ পৃষ্ঠার ম্যাগাজিন ‘হৃদয়ে চট্টলবীর’র আবদুস সবুর লিটন এবং বাংলাধারা’র সম্পাদক ফেরদৌস শিপনের সার্বিক তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে।

ম্যাগাজিন সম্পর্কে নগর আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘’বাংলাধারা’কে অসংখ্য ধন্যবাদ জানাই চট্টলবীর ও প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এই ম্যাগাজিনের মাধ্যমে তাঁকে নিয়ে সবার যে আবেগ, ভালবাসা তার প্রকাশ পেল।’

নগর যুবলীগের সংগঠক এমআর আজিম বলেন, ‘চট্টলার অবিসংবাদিত নেতা ছিলেন  এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তার ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাধারা’র এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও প্রয়াত এ নেতার স্মরণে এ ধরণের উদ্যোগ অব্যহত থাকবে এই কামনা করছি এবং ‘বাংলাধারা’র সফলতা কামনা করছি।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন