২৩ অক্টোবর ২০২৫

নিরাপদ মিরসরাই বা SAFE MIRSARAI এর রূপরেখা উপস্থাপন করলেন শাহীদুল ইসলাম চৌধুরী

‘নিরাপদ মিরসরাই মানে শুধু অপরাধমুক্ত মিরসরাই নয়, বরং একটি সামাজিকভাবে ঐক্যবদ্ধ, অর্থনৈতিকভাবে শক্তিশালী, পরিবেশবান্ধব, মানবিক মিরসরাই। শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসেবে নয়, মিরসরাইয়ের একজন সন্তান হিসেবে মিরসরাইকে নিরাপদ ও বাসযোগ্য করার অঙ্গীকার বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই ক্যাফেতে ‘নিরাপদ মিরসরাই’র রূপরেখা উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ফলে, জাতীয় অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নের প্রভাবে, নেতিবাচক ও গ্রুপিং রাজনৈতিক প্রভাব এবং বিগত ১৭ বছরে মিরসরাইয়ের রাজনৈতিক সংস্কৃতি ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার কারণে এবং বিশাল একটি তরুণ সমাজকে বিপথে পরিচালিত করার ফলে মিরসরাইয়ের সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে।

আমরা মিরসরাইয়ের পরিবেশগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলো “নিরাপদ মিরসরাই” গড়ার মাধ্যমে জনসাধারণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে চাই।

শাহীদুল ইসলাম চৌধুরী আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; বরং সামাজিক সচেতনতা, মানবিক উৎকর্ষতা, পরিবেশগত সুরক্ষা, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক কার্যকারিতা মিলেই একটি “নিরাপদ মিরসরাই” গড়ে তোলা সম্ভব।

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১ (মিরসরাই) আসন থেকে জাতীয়তাবাদী দলের হয়ে প্রার্থীতার ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এবার প্রার্থীতার যেসব মানদণ্ড নির্ধারণ করেছে, আমি মনে করি তার সবগুলো গুণাবলী আমার মধ্যে আছে। মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি জয়ী হলে একটি নিরাপদ মিরসরাই গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, নিরাপদ মিরসরাইয়ের ধারণাপত্রটি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে করা। মিরসরাইয়ের তরুণদের কর্মসংস্থানে জোর দেওয়া, অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগবান্ধব করা, মাদকমুক্ত মিরসরাই, পরিবেশ রক্ষা করে সবুজ মিরসরাই গড়াই হবে আমার অন্যতম প্রধান অঙ্গীকার। আমি শুধু পরিকল্পনার কথাই বলিনি, অনেক পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছি।

ইতোমধ্যে মিরসরাইয়ে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। নিরাপদ মিরসরাই ধারণাটি কেবল নির্বাচনকেন্দ্রিক ভাবনা নয়, এটি মিরসরাইবাসীর প্রতি একজন রাজনীতিবিদ হিসেবে আমার অঙ্গীকার, যা আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আরও বৃহত্তর পর্যায়ে কাজ করার সুযোগ পাব।

সংবাদ সম্মেলনে শাহীদুল ইসলাম চৌধুরী মিরসরাইয়ের সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা, প্রাকৃতিক ও পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপদ জাতীয় অর্থনৈতিক অঞ্চল, নিরাপদ শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত নিরাপদ মিরসরাই, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ কৃষি ও ভূমি ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ ও পর্যটন মোকাবিলা, নিরাপদ পর্যটন, নিরাপদ সামাজিক কার্যক্রম, নিরাপদ সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা, নিরাপদ রাজনীতি–সহ বেশ কিছু রূপরেখা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়াও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও বিএনপির ১৯ দফা দলীয় কর্মসূচি নিয়েও আলোকপাত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু নোমান ভূঁইয়া, ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুছ মাস্টার, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়েজিদ আলম, ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন, জাসাস মিরসরাই উপজেলা শাখার সাবেক আহ্বায়ক প্রফেসর সেলিম নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হারুন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা নিজাম উদ্দিন, জাসাস মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য আবু হামিদ শাহরিয়ার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, জাসাস মিরসরাই উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালমান বিন বাশার, ১৬ নং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলাম, আমজাদ হোসেন বাবু, আরিফুল ইসলাম, সোহেল, মাহমুদ হাসান রকি, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা সাজ্জাদ হৃদয়, স্বাধীন সাহেদ, মেহেদী হাসান রিজভী, নুর ইসলামসহ প্রমুখ।

আরও পড়ুন