বাংলাধারা প্রতিবেদন »
মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল হোসেন চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রবীণ এ রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সম্প্রতি সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিতে একুশে পদকে ভূষিত হয়েছেন পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এবারের একুশে পদক গ্রহণ করেন সুফি মিজানুর রহমান।
তিনি প্রজ্ঞাময় ও দূরদৃষ্টি সম্পন্ন সফল শিল্পোদ্যোক্তা। এ জন্য ইতোপূর্বে তিনি ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’, ‘প্রাইড অব চিটাগং’, ‘করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ড’, ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম













