বাংলাধারা প্রতিবেদন »
শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা উপমন্ত্রী নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় নওফেল বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন একটি আদি সংগঠন। এর আগেও অনেক নেতৃবৃন্দ সফলভাবে এ সংগঠনের দায়িত্ব পালন করে গেছেন। যারা নবনির্বাচিত হয়ে দায়িত্বগ্রহণ করেছেন আমি আশা করব তারা সাংবাদিক ও সাংবাদিকতার সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল।
বাংলাধারা/এফএস/টিএম













