লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন করে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (২৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোহাম্মদ হানিফ।এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।এদের মধ্যে মৃত্যু ১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
জানা যায়, গত ১৭ মে নমুনা নিয়ে কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানো হয়।শনিবার নমুনা পরীক্ষার রিপোর্টে ২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
এদের মধ্যে জনতা ব্যাংকের লোহাগাড়া শাখার কর্মকর্তা মো: জমির উদ্দিন (৩০)।সে গাছবাড়িয়া খলিফার পাড়া সৈয়দ বাড়ির মৃত আবুল বশরের ছেলে।অপরজন লোহাগাড়া সদর পুরাতন থানা গেইট এলাকার এহেছানুল হক আহাদ (২০)।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোহাম্মদ হানিফ বলেন, গত ১৭ মে তাদের নমুনা নিয়ে কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানো হয়েছিল এবং শনিবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
বাংলাধারা/এফএস/টিএম













