বাংলাধারা প্রতিবেদক »
নগরীর বাকলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে মো. ফাহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়ার বাস্তুহারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওই এলাকার আবু তাহেরের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, নিজ বাসায় গলায় গামছা প্যাঁচিয়ে ফাহিম আত্মহত্যা করার চেষ্টা করে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।













