৩০ অক্টোবর ২০২৫

টেকনাফ ছাত্রলীগ নেতাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে রাস্তায় সাইড দেয়া নিয়ে মোটরসাইকেল ও অটোরিকশা (টমটম) চালকের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। সেই হাতাহাতির জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সেই সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) বিকেলে টেকনাফ থানায় এই মামলা দায়ের করেন আহতদের পক্ষে বেলাল উদ্দিন।

সূত্র জানিয়েছে, গত শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার প্রধান সড়কে স্থানীয় টমটম ও মোটরসাইকেল চালককে সড়কে সাইড না দেয়াকে কেন্দ্র হাতাহাতি হয়। পরবর্তীতে ঘটনাটি এলাকা ভিত্তিকতায় রূপ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পুলিশ সদস্য কনস্টেবল হিমেল হোসেন ও শাহরিয়ারসহ ১৫ জনের বেশি আহত হয়েছিলেন। এদের মধ্যে অনেকে এখনো আহত অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় ১দিন পর টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

স্থানীয়দের মতে, মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো না করলে সংঘর্ষ বড় পর্যায়ে রূপ নিতো না।

হ্নীলা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বেলাল উদ্দিন জানান, এলাকার লোকজন বিষয়টি নিয়ে সমাধান করতে চেষ্টা চালিয়েছিল। কিন্তু টমটম চালকের পক্ষের লোকজন, সমাধানের চেষ্টা চালানো লোকজনের ওপর হামলা চালায়। এ জন্যই নুরুল মোস্তফাকে ৩ নম্বর করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, তুচ্ছ ঘটনাকে নানাভাবে উস্কানি দিয়ে জিইয়ে রাখা হচ্ছিল। ফলে, এ সংঘর্ষ বড়তে রূপ নেয়।

টেকনাফ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা জানান, সংঘর্ষে ঘটনা শুনে আমিই পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এলে তাদের সাথেই ঘটনাস্থলে যাই এবং সহযোগিতা করি। যার প্রমাণ আমার কাছে রয়েছে। মুলত মামলা দায়েরের নেপথ্যে ষড়যন্ত্র ও নোংরা রাজনীতির খেলা রয়েছে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ায় ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের নথিভুক্ত করা হয়েছে। আমল যোগ্য হওয়ায় মামলার বাদি অভিযুক্তদের চিহ্নিত করে এজাহার দিয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন