কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) এশার আজান চলাকালে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার।
মঙ্গলবার মাঝরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে শহর পুলিশ ফাঁড়ির আইসি মো. আনোয়ার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে ছুরিকাঘাত হয়েছেন তা এখনো বিস্তারিত জানা যায়নি। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গতবছরও একই এলাকায় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ধরে ছিনতাইকারীরা সর্বস্ব ছিনিয়ে নিচ্ছিল। এসময় ছিনতাইকারীদের সাথে টানাটানি কালে ছুরিকাঘাতে নিহত হন ওই বিক্রয় প্রতিনিধি। অবশ্য সেদিন তার মানিব্যাগে মাত্র ৭০০ টাকা ও একটি কমদামী মোবাইল সেট পেয়েছিল বলে জানিয়েছে সম্প্রতি আটক সেই ঘটনায় সম্পৃক্ত এক ছিনতাইকারী। বিজিবি কক্সবাজার সেক্টর সীমানার দক্ষিণাংশের শেষ প্রান্ত ও বাস টার্মিনালের পশ্চিম পাশে মোটামুটি নির্জন আমগাছ তলাটি ছিনতাইকারীদের নিরাপদ আস্তান হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে ছিনতাই করেই পশ্চিমের পাহাড়ের ভেতর ঢুকে নিজেদে লুকিয়ে ফেলতে পারে অপরাধীরা। চাইলে রাতের আঁধারে পূর্ব পাশের খালি বিলেও নেমে যেতে পারে ছিনতাইকারীরা।













