২৩ অক্টোবর ২০২৫

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

বাংলাধারা ডেস্ক »

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার (১২ এপ্রিল) সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিলেন রানিং স্টাফরা। রেলমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দুপুর ১২টার দিকে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

ধর্মঘট প্রত্যাহার করতে রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক হয়। বৈঠক শেষ ওই প্রজ্ঞাপন প্রত্যাহারের ব্যাপারে জানানো হয়।

এর আগে অবসর-পরবর্তী সুবিধা ও ৭৫ শতাংশ রানিং অ্যালাউন্সের দাবিতে বুধবার ভোর থেকে আকস্মিক ধর্মঘট শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। বুধবার (১৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা ও সিলেটমুখী দুইটি ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি। পূর্বঘোষণা না দেওয়ায় স্টেশনে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন