২৩ অক্টোবর ২০২৫

চন্দনাইশে বিভিন্ন মধ্যমে বর্ষবরণ পালিত

চন্দনাইশ প্রতিনিধি»

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলা নববর্ষ বাঙ্গালী জাতির ঐতিহ্যের ধারক ও বাহক। বাংলা নববর্ষকে বরণের মধ্যদিয়ে বাঙ্গালীর ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ফুটে উঠে।

বিগত ২ বছর বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান বন্ধ ছিলো। নতুনভাবে বাংলা নববর্ষকে বরণের মধ্যদিয়ে বর্তমান সরকারের বাঙ্গালী জাতির কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাচ্ছে জাতীয়ভাবে। আজ ১৪ এপ্রিল বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী পরে আলোচনা সভায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা মহিলা আ’লীগ নেতা সঞ্চিতা বড়ুয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. সালেহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, ইউ.আর.সির ইন্সটেক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন পোদ্দার,একাডেমিক সুপার-ভাইজার বিপিন চন্দ্র রায় চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, কৃষকলীগ নেতা নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, পৌর আথলীগের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, পিপিএস’র নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী, প্রধান শিক্ষক যথাক্রমে বিষ্ণু যশা চক্রবর্তী, প্রমোদ রঞ্জন বড়ুয়া প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন