বোয়ালখালী প্রতিনিধি »
মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল ) বিকেলে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পৌরসভা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি নুরুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক টিপু, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা কৃষক লীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান। মাহফিলে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পৌরসভা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।