২৫ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে টপসয়েল কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে কৃষি জমির টপ সয়েল (কৃষি ও ফসলি জমির উপরিভাগের মাটি) কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, শুক্রবার দিবাগত রাতে উক্ত এলাকায় এস্কেভেটর দিয়ে কৃষি জমি থেকে অবৈধ ভাবে টপসল কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি এস্কেভেটর ও মিনি ট্রাক জব্দ করে মালিক জিয়াউল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন