২৫ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে ‘ডাকাত মামুন’ র‌্যাবের হাতে ধরা

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ড ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাট হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি মামুন ওরফে ডাকাত মামুনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৫ এপ্রিল) সীতাকুণ্ড থানার ভুইয়াপাড়া এলাকা থেকে দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলো— মিরসরাই থানার বাতালিয়া এলাকার নুরুল মোস্তাফার ছেলে মো. মামুন ওরফে ডাকাত মামুন (২২) এবং অন্যজন সীতাকুণ্ড থানার মধ্যম হদেবপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. নুরুল হুদা (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সতীকুণ্ড ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাটকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের মা জেবুন্নেসা বাদী হয়ে সীতাকুন্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তাদের মধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন