হাটহাজারী প্রতিনিধি»
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে মোহাম্মদ মুছা (৩৫) নামে এক যুবক খুন হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত দশটায় মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাচা মিয়া সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মুছা একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি টেক্সি চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক দশটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে মুছা নামে এক সিএনজি টেক্সি চালক তার বাড়ির সামনে খুন হয়েছে। জায়গা জমির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি আরো জানান ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ব্যাপারে তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্হা গ্রহণ করা হবে।













