বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে বহিরাগতদের ইভটিজিংয়ের শিকার হয়েছেন এক ছাত্রী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ দায়েরের পর মঙ্গলবার আটককৃত বহিরাগত তিন যুবককে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় চবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, ‘এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তিনজনকে আমরা আটক করেছি। ছাত্রীটি লিখিত অভিযোগ দিচ্ছে। আমরা সেই অভিযোগ থানায় পাঠাব। বাকি তিনজনের নাম ঠিকানা আমরা পুলিশকে দিয়ে দেব। পুলিশ তাদেরকে আটক করে ব্যবস্থা নেবে।’













