বোয়ালখালী প্রতিনিধি»
আউশ ধানের চাষ বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৪শত প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ-সার দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫কেজি করে উপশি জাতের বীজধান, ২০কেজি ডিওপি ও ১০ কেজি করে এমওপি সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী।













