হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে স্থানীয় সামাজিক সংগঠন এসআরটিবিডি’র সহযোগিতা ১০ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।
বুধবার বিকেলে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী নেতৃত্বে এ অজগর সাপটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আজগরটি গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
সূত্রে জানা যায়, পাশ্ববর্তী উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রে গত বুধবার বিকেলে এসআরটিবিডি’র সহযোগিতায় স্থানীয় বনবিভাগ ১০ফুট দৈর্ঘ্যের এ অজগর সাপটি উদ্ধার করে। পরে সাপটি বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বনবিভাগে গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি সংগঠনের সহযোগিতায় ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করা হয়। পরে বনবিভাগের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
এসময় বনবিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, সহকারী কর্মকর্তা রেজাউল করিম, এফজি জসিম উদ্দিন, এফজি রওশন আলী উপস্থিত ছিলেন।













