২৯ অক্টোবর ২০২৫

বান্দরবানে লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ আব্দুল খালেক (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। জব্দ ইয়াবার বাজারের মূল্য ১ লাখ টাকা।

আটক সদর ইউনিয়নে ২নং ওয়ার্ডের গোয়ালীখোলা এলাকায় আব্দুস সালাম ছেলে আব্দুল খালেক (৩৫)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বান্দরবান সদর ডুলুপাড়ায় ক্যাম্পের আটক করা হয়।

পুলিশ জানায়, ইয়াবা নিয়ে মাদক কারবারি কাপ্তাইয়ের উদ্দেশে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। এসময় মোটরসাইকেল যোগে কাপ্তাই উদ্দেশে যাওয়ার পথে তল্লাশি চালিয়ে আব্দুল খালেক নামে ওই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৫শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, ইয়াবা সহ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে তার ব্যাবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন