৮ নভেম্বর ২০২৫

পটিয়ায় ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যানের ভাই নিহত

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল (৩৬)। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বুধপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানায় যায়, নিহত মুহাম্মদ সোহেল তারাবির নামাজ শেষ করে বুধপুরা বাজার এলাকায় একটি চায়ের দোকানে চা খেতে গেলে একদল সন্ত্রাসী এসে সোহেলকে চুরির আঘাত করে খুন করে।

আহতরা হলেন- মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদীন (৩৪)।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ ঘটনায় জড়িতদের আমরা চিহ্নিত করেছি। গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ