হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দুটি এ্যাম্বুলেন্স তালাবন্দি। নষ্ট হওয়ার কারণে এ্যাম্বুলেন্স দুটি তালাবন্দি থাকলেও সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন একটি এ্যাম্বুলেন্স গতকাল (রোববার) উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
উদ্বোধনের পর নতুন এ্যাম্বুলেন্সের চালক না থাকার প্রশ্নে সাংসদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. সুরজিত দত্তের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, চালক সরকার নিয়োগ দেবে। প্রতি উত্তরে সাংসদ রোগীর স্বার্থে আপাতত একজন চালকের ব্যবস্থা করে হাসপাতালের “দু টাকার ফান্ড ” থেকে বেতন প্রদানের নির্দেশ দিলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফান্ডে টাকা নেই বলে সাংসদকে জানান। আগের দুটি এ্যাম্বুলেন্স নষ্ট সাংবাদিকের প্রশ্নের উত্তরে আবারো স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এত তাড়াতাড়ি গাড়ি নষ্ট হয় কিভাবে। আমার (সাংসদের) গাড়ি বিশ বছর ধরে চলছে। তাহলে সরকারি গাড়ি কেন নয়?
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ, ডা. মাহতাব উদ্দিন, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।













