১০ নভেম্বর ২০২৫

আনোয়ারায় ১৩০ গৃহহীনকে দেয়া ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিববর্ষ উপলক্ষে এবং ঈদ উপহার হিসেবে আনোয়ারায় ১৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর। আর এসব ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন উপলক্ষে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। রোববার বিকাল ৩ টায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( এল.এ) মাসুদ কামাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ উল্লাহ মারুফ, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) হুমায়ন কবির, ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, চট্টগ্রামে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন ১২১৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ দেয়া হচ্ছে মুজিব বর্ষের ঘর। এর মধ্যে আনোয়ারা উপজেলায় ১৩০টি। আগামী ২৬ এপ্রিল আনোয়ারাসহ সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ