১০ নভেম্বর ২০২৫

চন্দনাইশ উপজেলায় ২৬ এপ্রিল গৃহহীনদের চাবি হস্তান্তর

চন্দনাইশ প্রতিনিধি»

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমিও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ এপ্রিল ঈদ উপহার হিসেবে নির্মিত ঘরসমুহের চাবি উপকারভোগীদের প্রাদান করা হবে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সর মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী প্রমূখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেছেন, চ্ন্দনাইশ উপজেলায় সর্বমোট ১’শ ৯৪ জন ভূমি ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্প ২ এর ৩য় পর্যায়ে ৮০ টি গৃহের মধ্যে আগামী ২৬ এপ্রিল ৬৫টি পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হবে। অবশিষ্ট ৫৮টি গৃহ চলতি বছরে উপকারভোগীদের প্রদান করা হবে।

আরও পড়ুন