৩০ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাংলাধারা ডেস্ক 

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিটু কুমার দে (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রোসাংগিরী দেব বাড়িতে এ ঘটনা ঘটে।

মিটু কুমার ওই এলাকার নির্মল কুমার দে’র ছেলে।

রোসাংগিরীর ইউপি সদস্য রাজীব চৌধুরী বলেন, মাছের প্রজেক্টের লাইটিং করা বিদ্যুৎ সংযোগ পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়। মিটু কুমার পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন