৩০ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আনোয়ারার ১৩২ পরিবার

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৩২ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আনোয়ারার বারখাইন ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প এলাকায় জমকালো এক আয়োজনের মাধ্যমে এই ঘর হস্তান্তর করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের আনোয়ারা, সিরাজগঞ্জ, বরগুনাসহ চারটি স্থানের আশ্রয়ন প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে ভার্চুয়ালি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মুমিনুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, চন্দনাইশ সংসদ সদস্য নজরুল ইসলাম, বাঁশখালী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থি ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলেন, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন দেশ আরো চল্লিশ বছর আগে সমৃদ্ধশালী হতো। আজকে সাধারণ মানুষ নিজেদের ঘরে বসবাস করার সুযোগ পাচ্ছে। মানুষের মুখে হাসি ফোটানোর মত সুখ আর কিছুতেই নেই। আজকে ঈদ উপহার হিসেবে অসহায় মানুষদের ঘর দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুই জন উপকারভোগীর সাথে কথা বলেন। শোনেন ঘর পাওয়ার পর তাদের অনুভূতি।

আনোয়ারায় দ্বিতীয় পর্যায়ের আশ্যয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন, গৃহহীনদের মাঝে ১৩২ টি ঘর হস্তান্তর করা হয়েছে। ২ লক্ষ ৬০ হাজার টাকা বাজেটের মধ্যে তিন রুমের টিনশেট পাকা এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন