৩০ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২০ পরিবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ পাকা ঘরের কাগজপত্র তুলে দেয়া হয় ভূমিহীন ও গৃহহীন ২০টি পরিবারকে। প্রধানমন্ত্রীর পক্ষে এসব কাগজপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস।

মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুবিধাভোগীদের মাঝে জমিসহ পাকা ঘরের কাগজপত্র তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী প্রমুখ।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

তৎমধ্যে চট্টগ্রামে তৃতীয় পর্যায়ে ১ হাজার ২১৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেয়েছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে রাঙ্গুনিয়ায়ও প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছে ২০টি পরিবার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে আজ মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেন।

আরও পড়ুন