হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীর ১ নম্বর পাহাড়তলীর (চট্টগ্রাম সিটি কর্পোরেশন) ঠাণ্ডাছড়ি এলাকা থেকে এসআরটিবিডি সহযোগিতা ৮ ফুট দৈর্ঘের বার্মিজ পাইথন সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।
মঙ্গলবার দিবাগত রাতে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে অজগর সাপটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসআরটিবিডি সহযোগিতায় মঙ্গলবার দিবাগত রাতে ৮ফুট দৈর্ঘ্যের বার্মিজ পাইথন সাপটি উদ্ধার করা হয়। বুধবার সকালে আমাদের আওয়াতাধীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
এ সময় বনবিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, মো. জসিম উদ্দীন, ঔসানু মারমা ও এসআরটিবিডি সদস্যগণ উপস্থিত ছিলেন













