৩০ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে কুকুরের কামড়ে আহত ৬

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে কুকুরের কামড়ে অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলার রায়খালী এলাকায় বিকেল ৫টা থেকে একটি কুকুর লোকজনকে কামড় দিয়ে আহত করতে থাকে বলে জানা গেছে।

আহতদের মধ্যে পশ্চিম গোমদন্ডী এলাকার মো. জাহাঙ্গীর আলম (৬০), তার স্ত্রী জাহানারা বেগম (৪৫), সাইদুল ইসলাম (১১) ও মো. সাব্বির (৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ও অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৪জন হাসপাতালের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।

কুকুরের কামড়ে আহত জাহানারা বেগম জানান, সন্ধ্যার ঠিক আগ মুর্হুতে ঘরে হাঁস মুরগী ঢোকানোর সময় একটি কুকুর হাঁসকে কামড়ে ধরে। কুকুরটিকে তাড়াতে গেলে তাকে হাতে কামড় দেয়। এ সময় তার স্বামী জাহাঙ্গীর এগিয়ে গেলে তাকেও কামড় দিয়ে আহত করে কুকুরটি। পরে লোকজনের তাড়া খেয়ে কুকুরটি পালিয়ে যায়।

আরও পড়ুন