৩০ অক্টোবর ২০২৫

সন্দ্বীপে ইতেকাফকারীদেরকে ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মো. মিজানুর রহমান মিজান বিএ-এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ উপজেলার মসজিদগুলোতে ইতেকাফরত মুসল্লিদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) আসরের পর মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হীরা কাইসার ও আনোয়ারুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. বেলাল, সাবেক ছাত্রনেতা মাস্টার নুরুজ্জামান কামাল।

সন্দ্বীপ উপজেলা বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি ও মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভেন্ডার, বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন, সন্দ্বীপ উপজেলা কৃষক লীগের সহসভাপতি শামসুল আলম, মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান আজিম, চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সাহা, আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন, সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. সেলিম, আব্দুর রহিম শিবলী, আবুল কাশেম হায়দার, তাজুল ইসলাম আরমান, আজিজুল হক ভুলু, মগধরা ইউপি সদস্য জাহিদ সারোয়ার শিমুল, সাইফুল ইসলাম, সারিকাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মন্নান, মুছাপুর ইউপি সদস্য নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. ফরিদ, সাবেক ইউপি সদস্য দিদারুল আলম, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, গাছুয়া সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলাম সোহেল, লায়ন্স ক্লাব অব চিটাগং এর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আনোয়ারুল কবির, উপ দপ্তর সম্পাদক, ইলিয়াস সুমন, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইনুল কবির মুন্না, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ, উপজেলা ছাত্রলীগের উপ সম্পাদক হীরা কাইসার, কার্যনির্বাহী সদস্য মিনহাজুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিন কাদের আরমান, স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আরও পড়ুন