৮ নভেম্বর ২০২৫

ডবলমুরিংয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

নগরীর ডবলমুরিং থানা এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে কামাল উদ্দীন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এলাকাবাসীর দাবি পরিবারের সদস্যরা তাকে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।

শনিবার (৭ মে) বেলা ১১টার দিকে ডবলমুরিং থানার বারো কোয়াটার এলাকায় লেক ভিউ আবাসিকে এ ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দীন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগনাথ ইউনিয়নের কাপচতলি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কামাল উদ্দীনের রহস্যজনক মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তার এমন মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের দাবি জানিয়েছেন তারা। নিহত কামাল উদ্দীন দৈনিক নবজীবন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ