২৪ অক্টোবর ২০২৫

চন্দনাইশে বিশ্ব মা দিবস পালিত

চন্দনাইশ প্রতিনিধি »

‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চন্দনাইশ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মা সমাবেশ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ মে) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

এতে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আ ন ম ছালা উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, জাতীয় মহিলা সংস্থার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, উপজেলা তথ্য কর্মকর্তা শাপলা খাতুন, এনজিও প্রতিনিধি মো. নুরুল হক, উপজেলা শিক্ষা সমন্বয়ক প্রতিনিধি মাস্টার আহসান ফারুক, সংগীত শিক্ষক শ্রাবণী দাশ গুপ্ত,অফিস সহকারী কাম কম্পিউটার সুমন বিকাশ দে, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক সাকি আকতার, বিউটিফিকেশন প্রশিক্ষক মৌসুমি দাশ, জেল্ডার প্রোমোটার কিশোর কিশোরী ক্লাব কর্মসূচি প্রশিক্ষক মো. নাইমুদ্দিন মারুফ।

সভায় বক্তারা বলেন, মা এমন এক শব্দ, যার বিকল্প নেই। মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সন্তানদের কাজ করা উচিত।

আরও পড়ুন