বাংলাধারা ডেস্ক »
বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে শঙ্খ নদে পড়ে মো. সাজ্জাদের ছেলে মো. শাহেদ (৫) ও মো. রাব্বির (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ মে) বিকেলে উপজেলার তেইচ্ছিপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শিশুদের পিতা শঙ্খ তীরে কৃষিকাজ করছিলেন। শিশুরা চরের কাছে খেলছিল। খেলার কোনো একপর্যায়ে পানিতে পড়ে ডুবে গেছে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, পুকুরিয়া ইউনিয়নে শঙ্খ নদে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই শিশুর দাফনের জন্য উপজেলা প্রশানের পক্ষ থেকে ৪০ হাজার টাকা দেওয়া হবে।













