২৯ অক্টোবর ২০২৫

ইংল্যান্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন সীতাকুণ্ডের সন্তান শাকিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড »

দেশের গণ্ডি পেরিয়ে এই প্রথমবারের সীতাকুণ্ডের কোন সন্তান ইংল্যান্ডের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হলেন। সম্প্রতি ইংল্যান্ডের সমেরসেট সিটির স্থানীয় নির্বাচনে হলিরুড ওয়ার্ডে চার্ড টাওন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ডের সন্তান শাকিল হাসান।

শাকিল হাসান সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের সাম্মাজি বাড়ির মরহুম শামসুল হুদা ও এস এম শেফালী হুদা দম্পতির তিন সন্তানের মধ্যে মেজো সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস কর আসছেন। তিনি সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের ছাত্র বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

সীতাকুণ্ডের সন্তান শাকিল হাসান ইংল্যান্ডের মতো একটি উন্নত দেশে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় সেদেশে বসবাসরত প্রবাসীরা উল্লাসিত ও গর্বিত। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে হাই কমিশনসহ গুরুত্বপূর্ণ অনেক সেক্টরে বাংলাদেশি কর্মজীবী থাকলেও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ঘটনা বিরল। শাকিল হাসানের কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে সীতাকুণ্ডবাসীরাও আনন্দে উল্লাসিত।

স্থানীয় মহিউদ্দিন বহদ্দা চৌধুরী জানান, শাকিল হাসান ইংল্যান্ডের কাউন্সিলর নির্বাচিত
হওয়ায় আমরা গর্বিত, আমরা তার এ জয়ে আনন্দিত।

আরও পড়ুন