জিয়াউল হক ইমন »
স্থান আসকার দীঘির পাড়। রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন ভদ্র মহিলা। এসময়ে এক যুবক হাতে কাঁচের টুকরা নিয়ে দৌড়ে যায়, পরক্ষণেই দেখা গেল পথচারী ওই মহিলাকে হাতে থাকা কাঁচের টুকরা দিয়ে আঘাত করে দ্রুত সটকে পড়ে যুবক। গুরুতর আহত তিন সন্তানের জননী রোখসানা এখন চমেকে হাসপাতালের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনার ৭ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে রিপনকে শনাক্ত করে রিয়াজউদ্দিন বাজার থেকে গ্রেফতার করা হয়। গত বুধবার (১১ মে) সকাল ৮টার দিকে আসকার দীঘির উত্তর পাড় এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আহত রোকসানার বাসা খুলশী থানার লালখান বাজার হাই লেভেল রোড এলাকার শহীদুল্লাহ প্যালেসে।
জানা যায়, বুধবার সকালে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে তার বাসা ফেরার সময় গৃহবধু রোকসানাকে আঘাত করে রিপন। তিনি এখন চমেকে হাসপাতালের আইসিউতে আশংখাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় সিসি ক্যামরার ফুটেজ দেখে কোতোয়ালী পুলিশের একটি টিম দ্রুত অভিযুক্ত রিপনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবীর।
গ্রেফতার রিপন ব্রাক্ষনবাড়িয়া জেলার আখাউড়া থানার হযরত আলীর বাড়ির আবুল কালামের ছেলে। সে নগরীর কাজির দেউড়ি এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।
হামলার পিছনে কোন রহস্য থাকলে, তা তদন্ত করে খুজেঁ বের করবে পুলিশ— প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।













