২৯ অক্টোবর ২০২৫

বান্দরবানে নির্বাহী অফিসার সাবরিনা আফরিনের বিদায় সংবর্ধনা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিকালে বান্দরবান পৌরসভা হল রুমে বক্সি ক্লাব ও সিএচটি টাইম ডটকম আয়োজনে বক্সি ক্লাবে চেয়ারম্যান মাহফুজুর রশ্মিদ বাচ্চু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।

অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফাকে বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেন বক্সিং ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিএইচটি টাইমস ডটকমের বিশেষ লগো সম্বলিত এক সেট জার্সি উপহার হিসেবে বক্সিং ক্লাবের খেলোয়াড়দের হাতে তুলে দেন।

এছাড়াও এই টুর্নামেন্টের দুই মিডিয়া পার্টনার খোলাচোখ ডটকম এর ফরিদুল আলম সুমন এবং সিএইচটি টুডে ডটকম এর কৌশিক দাশগুপ্তকে সম্মাননা স্বারক তুলে দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার।

বক্তব্যে সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, বিদায় বেলায় বান্দরবান বক্সিং ক্লাব এবং সিএইচটি টাইমস ডটকমের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।বান্দরবানের ক্রীড়াঙ্গন এগিয়ে যাক— এই শুভকামনা জানান তিনি।

অনুষ্ঠানে বক্সি ক্লবের ডিরেক্টর লুৎফর রহমান উজ্জ্বল তত্ত্বাবধানে বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো.ওমর ফারুক,পৌরসচিব মো.তৌহিদুল ইসলাম, দৈনিক সারাবেলা পত্রিকার বান্দরবান প্রতিনিধি আকাশ মার্মা,সাইফুল ইসলামসহ বক্সিং ক্লাবের জাতীয় পদকজয়ী খেলোয়াড় লিমা ত্রিপুরা,প্রীতি ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন