শাহ আব্দুল্লাহ আল রাহাত »
দীর্ঘদিন পর নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তামিম উদযাপন করলেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো সেঞ্চুরি করেন চট্টগ্রামের তামিম ইকবাল খান।এই সেঞ্চুরির সুবাধে দেশের ক্রিকেটে টেস্ট সর্বোচ্চ রান সংগ্রাহকের মালিক এই ড্যাসিং ওপেনার।
দলীয় ১৬৮ রানের মাথায় ১৬২ বলে ১২ চারে চট্টগ্রাম মাটিতে ৮ বছর সেঞ্চুরির দেখা পান তামিম। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১৪ সালের ১২ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ৬ষ্ঠ তম সেঞ্চুরি করেন তিনি। সে টেস্ট ম্যাচে জয় লাভ করেছিলো বাংলাদেশ। এরপর বাংলাদেশের মাটিতে সবশেষ তামিম সবশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২০১৬ সালের ২৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। সেখানে তিনি নিয়েছিলেন ১০৪ রান।
শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর আগে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের সেডন পার্কে ১২৬ রান করেছিলেন চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল খান।













