বাংলাধারা ডেস্ক »
দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারীরা। দুই শতাধিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) লাইসেন্স নবায়ন না করার প্রতিবাদে তারা এ কর্মবিরতি পালন করছেন।
লাইসেন্স বিধিমালা ২০১৬ ও ২০২০ এর কিছু ধারার অপব্যাখা দিয়ে কাস্টমস এসব লাইসেন্স নবায়ন করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
বুধবার (১৮ মে) সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা হাউজের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু গণমাধ্যমকে বলেন, লাইসেন্সিং রুল উপেক্ষা করে কিছু সিঅ্যান্ডএফ এজেন্টকে কাজের সুযোগ বঞ্চিত করা হয়েছে, তার প্রতিবাদে সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারীরা।
এদিকে কর্মবিরতির কারণে বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল করা হচ্ছে না বলেও জানা গেছে।













