৩০ অক্টোবর ২০২৫

৪২ বছর পর ইউরোপিয়ান শিরোপা জয় ফ্রাঙ্কফুর্টের

ক্রীড়া ডেস্ক »

১৯৮০ সালে বরুশিয়া মনশেনগ্লাডখকে হারিয়ে তৎকালীন উয়েফা কাপ আজকের ইউরোপা লিগ জিতেছিলো জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ৪২ বছর পর এসে স্কটিশ ক্লাব রেঞ্জার্স কে ট্রাইবেকারে হারিয়ে আবারো ইউরোপের মঞ্চে শিরোপা জিতলো জার্মান ক্লাব টি।

স্পেনের সেভিয়ায় অনুষ্ঠিত ইউরোপা লিগের ফাইনালে ম্যাচ শুরুর আগে থেকেই উত্তাপ ছড়ায়। ফ্রাঙ্কফুর্ট এবং রেঞ্জার্সের সমর্থকদের মধ্যে মারামারি কিংবা ৪২ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে খেলা দেখার জন্য দেড় লাখ সমর্থক সেভিয়া শহরে আগমন বলে দেয় নিজ ক্লাবকে শিরোপা জিততে দেখার আকাঙ্ক্ষা কতটা তীব্র ।

মাঠের লড়াইয়ে দুই দলই লড়েছে সমান সমান। খেলার প্রথম অর্ধে কোনো দলের বল জালের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জ আরিবোর গোলে এগিয়ে যায় রেঞ্জার্স। এর ১২ মিনিট পর রাফায়েল সান্তোসের গোলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। ম্যাচের বাকী সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও ফিনিশিং এর ছিলো অভাব। ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।

ট্রাইবেকারে প্রথম তিন টি শতে দু দলই গোল পায় ।রেঞ্জার্সের হয়ে চতুর্থ শট নিতে আসা রামজির বল ঠেকিয়ে দেয় ফ্রাঙ্কফুর্টের গোললকিপার ট্র্যাপ। ফ্রাঙ্কফুর্ট তাদের পঞ্চম শট জালে জড়াতেই ৪২ বছর পর ইউরোপের শিরোপাখরা কাটিয়ে জয়োল্লাসে মেতে উঠে।

আরও পড়ুন