লোহাগাড়া প্রতিনিধি »
লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে টিনশেড দোকানটি ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মুবিনুল হক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বনপুকুর জামে মসজিদের পূর্ব পাশে মহাসড়ক সংলগ্ন আলমগীর ভাতঘরে সাদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে।
তিনি আরও জানান, ঘটনার সময় দোকানে সওদাগর ছাড়া কোনো ক্রেতা ছিলোনা। তাই এ ঘটনায় কেউ আহত-নিহত হয়নি। তবে টিনশেড দোকানটি ভেঙে গেছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ ফয়েজ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া ওই দোকানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ণয় করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।













