আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় বৈদ্যের কাছে ঝাড়ফুকের জন্য এসে দালাল চক্রের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।
গত ১৮ মে রাত তিনটায় বটতলী হলুদিয়া পাড়ার শামশুর ব্রিক ফিল্ডের দক্ষিণ পূর্ব পাশে সেচ পাম্পে ওই গৃহবধূকে দালাল চক্রের ৫ জন মিলে ধর্ষণ করে। তাদের মধ্যে পুলিশ ধর্ষক আব্দুর রহিমকে (৪০) গ্রেফতার করেছে। সে বটতলী ইউনিয়নের হলুদিয়া পাড়ার হারুন মেম্বারের বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, ওই গৃহবধূ তার ননদ অসুস্থ থাকায় আসামি আব্দুর রহিমের মাধ্যমে কবিরাজি চিকিৎসার জন্য গত শুক্রবার দিনের বেলা পশ্চিম তুলাতলী উত্তম বৈদ্যর কাছে আসে। পরে আব্দুর রহিমের কথা মতো রোগী ননদ তার ভাবিকে নিয়ে মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী একটি চিতায় এসেছিল। এসময় গভীর রাতে ওই গৃহবধূ জোরপূর্বক ধর্ষণ করেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আব্দুর রহিমকে গ্রেফতার করেছে। বাকী আসামিদেরকেও গ্রেফতারে অবিযান চলছে।













