৩০ অক্টোবর ২০২৫

সাতকানিয়ার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত জালাল আহমদ

বাংলাধারা ডেস্ক »

সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জালাল আহমদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ সাতকানিয়া উপজেলায়র শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজীম শরীফ স্বাক্ষরিত ২০২২ সালে মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠদের তালিকা থেকে এ তথ্য জানা যায়।

জালাল আহমদ শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক কর্মকাণ্ড, কবিতা ও প্রবন্ধ লেখালেখি করেন। তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়নের মরহুম দুদু মিয়া চৌকিদার ও নুরুন্নাহার দম্পতির ৪র্থ সন্তান এবং ১৯৮৩ সালের ১ অক্টোবর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

উল্লেখ্য, বিগত ২০১৮ সালেও সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি তার এ কৃতিত্বের জন্য মহান আল্লাহর শুকরিয়া করেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে সংশ্লিষ্ট সকলের নিকট ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন