৮ নভেম্বর ২০২৫

জুনের মধ্যেই লোহাগাড়ায় ইউনিয়ন-ওয়ার্ড আ. লীগের সম্মেলন

লোহাগাড়া প্রতিনিধি »

চলতি বছরের জুন মাসের মধ্যেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে বিগত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী ও নৌকার বিরোধিতাকারীদের দলের কোনো পর্যায়ে নেতৃত্বে না আনতে জোর দাবি জানিয়েছেন তৃণমূলের নেতারা।

শনিবার (২১ মে) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জুনের মধ্যেই ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার লক্ষে ইউনিয়ন ভিত্তিক ৯টি সাংগঠনিক টিমও ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুন্নাহার, উপ- দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার কামাল। এছাড়া উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জহির উদ্দিন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যান্ত কঠিন ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ। বিএনপি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। তারা দেশ-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলছে। আগামী সংসদ নির্বাচন মোকাবিলা করতে দলকে তৃণমূল পর্যাযে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশনায় আজকের বিশেষ বর্ধিত সভা। আগামী জুনের মধ্যেই ওয়ার্ড-ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব তৈরী করতে হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ