৮ নভেম্বর ২০২৫

মাঙ্কিপক্স ভাইরাসে চট্টগ্রামসহ সকল বন্দরে সতর্কতা

বাংলাধারা ডেস্ক »

‘মাঙ্কিপক্স’ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামসহ দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বের ১২টি দেশে ভাইরাসটির সংক্রমণ ঘটায় এ সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সতর্কতার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। 

ডা. নাজমুল ইসলাম জানান, বিশ্বে নতুন কোনো ভাইরাসের সংক্রমণ ঘটলে বন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়ে থাকে।তারই অংশ হিসেবে এয়ারপোর্ট, ল্যান্ড পোর্টসহ সমস্ত পোর্টগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহভাজন কেউ চিহ্নিত হলে তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার জন্য বলা  হয়েছে।


আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা গেছে, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্ত্ররাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

মাঙ্কিপক্স আফ্রিকা অঞ্চলের একটি সংক্রমন ভাইরাস।বিশেষজ্ঞদের মতে আফ্রিকার বানররা ছিলো এই রোগের প্রথম শিকার। তারপর তা মানবদেহে সংক্রমিত হওয়া শুরু করে। ১৯৭০ সালের পর আফ্রিকার ১১ টি দেশে এই রোগের সংক্রমণের খবর পাওয়া যায়।  ২০১৭ এর পর এবারই নাইজেরিয়ায় এই রোগের এত প্রকোপ দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চলমান প্রাদুর্ভাবে মাঙ্কিপক্স শনাক্তের ঘটনাগুলো কিছুটা অস্বাভাবিক। যেসব দেশে এই ভাইরাস সাধারণত সংক্রমিত হয় না, সেসব দেশে বর্তমানে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। বর্তমানে শনাক্ত হওয়া ভাইরাসের রূপ বদল ঘটেছে কিনা তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

ডব্লিউএইচও জানিয়েছে, মাঙ্কিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার না হলেও স্মলপক্স বা গুটিবসন্তে জন্য ব্যবহৃত টিকা এই ভাইরাস প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ