৮ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী আহত

বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীর একটি স্কুলে শিক্ষার্থীকে ‘পিটুনি দিয়ে জখম’ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।এই অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষককে আটক করা হয়েছে।

রোববার (২২ মে) বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট স্কুলে উচ্চ মাধ্যমিক শাখায় কারিগরি বিষয়ে পাঠদানের সময় এ ঘটনা ঘটে।

মারধরের ঘটনার পর সাইফ হোসেন নামের ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান।

পুলিশ কর্মকর্তা তারিক গণমাধ্যমকে বলেন, শিক্ষক সাইফ হোসেন ওই শিক্ষার্থীকে পিটুনি দিয়ে গুরুতর জখম করেছে। “আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে, মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, মারধরের কারণে ওই শিক্ষার্থীর শার্টে রক্তের দাগ লেগে যায়। এসময় সহপাঠীরা তাকে স্কুল থেকে বের করে সড়কে নিয়ে আসে। এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, বেত্রাঘাতের কারণে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। তবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ