লোহাগাড়া প্রতিনিধি »
লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস নন্দী (৩৬) নামে এক স্কুল দপ্তরির মৃত্যু হয়েছে।
রোববার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়হাতিয়া ১ নম্বর ওয়ার্ডের শিল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বড়হাতিয়া হিন্দু পাড়ার মনিন্দ্র নন্দীর ছেলে এবং সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। তিনি দপ্তরির পাশাপাশি টেকনেশিয়ানের কাজও করতেন
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া জানান, রোববার স্কুল ছুটির পর বড়হাতিয়া ১ নম্বর ওয়ার্ডের শিল পাড়ায় একটি বাড়িতে টেকনেশিয়ানের কাজ করতে যান তাপস। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।













