৩১ অক্টোবর ২০২৫

সঙ্কট কাটাতে শ্রীলঙ্কাকে ইউএসএইড’র সহায়তার প্রস্তাব

আন্তঃর্জাতিক ডেস্ক»

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত শ্রীলঙ্কাকে সঙ্কট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের বিদেশি সাহায্য ও উন্নয়ন সহায়তাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস অ্যাজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) সহায়তার প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (২৪ মে) শ্রীলংকার সংবাদমাধ্যম কলোম্বো পেজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৩ মে) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহকে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছেন ইউএসএইড’র প্রশাসক সামান্থা পাওয়ার। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করবেন তারা।

বিভিন্ন সুত্র থেকে জানা যাচ্ছে, বিক্রমাসিংহের সঙ্গে আলোচনায় শ্রীলঙ্কার সঙ্কট কাটিয়ে উঠতে বেশ কিছু প্রস্তাব দেবেন সামান্থা। ইউএসএইড’র মুখপাত্র রেবেকা চালিফের একটি বিবৃতি বিষয়টি অনেকাংশে নিশ্চিত করেছে।

রেবেকা চালিফ বলেন, চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় হতাহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন সামান্থা পাওয়ার। দেশটির জনগণের প্রতি সমর্থনের প্রতিশ্রুতিও ব্যক্ত তিনি।

সামান্থা পাওয়ার জানিয়েছেন, শ্রীলঙ্কার সঙ্কট মোকাবিলায় ইউএসএইড সহায়তা দিয়ে পাশে থাকবে। জনগণের আস্থা অর্জনে দ্রুত সময়ের মধ্যে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

ইউএসএইড’র এই প্রশাসক আরো বলেন, শ্রীলঙ্কার সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি চাহিদা পূরণে কাজ করবে তার সংস্থা। এ কার্যক্রমের অংশ হিসেবে বেশকিছু প্রোগ্রাম ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এসব প্রোগ্রাম শ্রীলঙ্কার বর্তমান সঙ্কট কাটাতে সহায়তা করবে।

আরও পড়ুন